সূরা আয্ যারিয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

নিচের ▶ বাটনে ক্লিক করুন

সূরা আয্ যারিয়াত

দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,

সূরা আয্ যারিয়াত

وَالذّٰرِيٰتِ ذَرۡوًا ۙ‏﴿۱﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১ : শপথ ধূলিঝঞ্ঝার,

সূরা আয্ যারিয়াত

فَالۡحٰمِلٰتِ وِقۡرًا ۙ‏﴿۲﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২ : শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের,

সূরা আয্ যারিয়াত

فَالۡجٰرِيٰتِ يُسۡرًا ۙ‏﴿۳﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩ : শপথ স্বচ্ছন্দগতি নৌযানের,

সূরা আয্ যারিয়াত

فَالۡمُقَسِّمٰتِ اَمۡرًا ۙ‏﴿۴﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪ : শপথ কর্ম বণ্টনকারী ফিরিশ্‌তাগণের -

সূরা আয্ যারিয়াত

اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَصَادِقٌ ۙ‏﴿۵﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫ : তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।

সূরা আয্ যারিয়াত

وَّاِنَّ الدِّيۡنَ لوَاقِعٌ ؕ‏﴿۶﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৬ : কর্মফল দিবস অবশ্যম্ভাবী।

সূরা আয্ যারিয়াত

وَالسَّمَآءِ ذَاتِ الۡحُـبُكِ ۙ‏﴿۷﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৭ : শপথ বহু পথবিশিষ্ট আকাশের,

সূরা আয্ যারিয়াত

اِنَّـكُمۡ لَفِىۡ قَوۡلٍ مُّخۡتَلِفٍ ۙ‏﴿۸﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৮ : তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত।

সূরা আয্ যারিয়াত

يُّـؤۡفَكُ عَنۡهُ مَنۡ اُفِكَ ؕ‏﴿۹﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৯ : যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে - ই উহা পরিত্যাগ করে,

সূরা আয্ যারিয়াত

قُتِلَ الۡخَـرّٰصُوۡنَۙ‏﴿۱۰﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১০ : অভিশপ্ত হউক মিথ্যাচারীরা,

সূরা আয্ যারিয়াত

الَّذِيۡنَ هُمۡ فِىۡ غَمۡرَةٍ سَاهُوۡنَۙ‏﴿۱۱﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১১ : যাহারা অজ্ঞ ও উদাসীন!

সূরা আয্ যারিয়াত

يَسۡـَٔــلُوۡنَ اَيَّانَ يَوۡمُ الدِّيۡنِؕ‏﴿۱۲﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১২ : উহারা জিজ্ঞাসা করে, ‘কর্মফল দিবস কবে হইবে?’

সূরা আয্ যারিয়াত

يَوۡمَ هُمۡ عَلَى النَّارِ يُفۡتَنُوۡنَ ‏﴿۱۳﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১৩ : বল, ‘সেই দিন যখন উহাদেরকে শাস্তি দেওয়া হইবে অগ্নিতে।’

সূরা আয্ যারিয়াত

ذُوۡقُوۡا فِتۡنَتَكُمۡؕ هٰذَا الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تَسۡتَعۡجِلُوۡنَ ‏﴿۱۴﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১৪ : ‘তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর, তোমরা এই শাস্তিই ত্বরান্বিত করিতে চাহিয়াছিলে।’

সূরা আয্ যারিয়াত

اِنَّ الۡمُتَّقِيۡنَ فِىۡ جَنّٰتٍ وَّعُيُوۡنٍۙ‏﴿۱۵﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১৫ : সেদিন নিশ্চয়ই মুত্তাকীরা থাকিবে প্রস্রবণ - বিশিষ্ট জান্নাতে,

সূরা আয্ যারিয়াত

اٰخِذِيۡنَ مَاۤ اٰتٰٮهُمۡ رَبُّهُمۡ‌ؕ اِنَّهُمۡ كَانُوۡا قَبۡلَ ذٰلِكَ مُحۡسِنِيۡنَؕ‏﴿۱۶﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১৬ : উপভোগ করিবে তাহা যাহা তাহাদের প্রতিপালক তাহাদেরকে দিবেন; কারণ পার্থিব জীবনে তাহারা ছিল সৎকর্মপরায়ণ,

সূরা আয্ যারিয়াত

كَانُوۡا قَلِيۡلًا مِّنَ الَّيۡلِ مَا يَهۡجَعُوۡنَ ‏﴿۱۷﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১৭ : তাহারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করিত নিদ্রায়,

সূরা আয্ যারিয়াত

وَبِالۡاَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُوۡنَ ‏﴿۱۸﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১৮ : রাত্রির শেষ প্রহরে তাহারা ক্ষমা প্রার্থনা করিত,

সূরা আয্ যারিয়াত

وَفِىۡۤ اَمۡوَالِهِمۡ حَقٌّ لِّلسَّآٮِٕلِ وَالۡمَحۡرُوۡمِ ‏﴿۱۹﴾

সূরা আয্ যারিয়াত

৫১-১৯ : এবং তাহাদের ধন - সম্পদে রহিয়াছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক।

সূরা আয্ যারিয়াত

وَفِى الۡاَرۡضِ اٰيٰتٌ لِّلۡمُوۡقِنِيۡنَۙ ‏﴿۲۰﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২০ : নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রহিয়াছে ধরিত্রীতে

সূরা আয্ যারিয়াত

وَفِىۡۤ اَنۡفُسِكُمۡ‌ؕ اَفَلَا تُبۡصِرُوۡنَ ‏﴿۲۱﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২১ : এবং তোমাদের মধ্যেও। তোমরা কি অনুধাবন করিবে না?

সূরা আয্ যারিয়াত

وَفِى السَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوۡعَدُوۡنَ ‏﴿۲۲﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২২ : আকাশে রহিয়াছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুতি সমস্ত কিছু।

সূরা আয্ যারিয়াত

فَوَرَبِّ السَّمَآءِ وَالۡاَرۡضِ اِنَّهٗ لَحَـقٌّ مِّثۡلَ مَاۤ اَنَّكُمۡ تَنۡطِقُوۡنَ ‏﴿۲۳﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২৩ : আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের বাক্‌স্ফূর্তির মতই এই সকল সত্য।

সূরা আয্ যারিয়াত

هَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ ضَيۡفِ اِبۡرٰهِيۡمَ الۡمُكۡرَمِيۡنَ‌ۘ‏﴿۲۴﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২৪ : তোমার নিকট ইব্‌রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আসিয়াছে কি?

সূরা আয্ যারিয়াত

اِذۡ دَخَلُوۡا عَلَيۡهِ فَقَالُوۡا سَلٰمًا‌ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوۡمٌ مُّنۡكَرُوۡنَ‌ ‏﴿۲۵﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২৫ : যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, ‘সালাম’। উত্তরে সে বলিল,‘সালাম’। ইহারা তো অপরিচিত লোক।

সূরা আয্ যারিয়াত

فَرَاغَ اِلٰٓى اَهۡلِهٖ فَجَآءَ بِعِجۡلٍ سَمِيۡنٍۙ‏﴿۲۶﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২৬ : অতঃপর ইব্‌রাহীম তাহার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গো - বৎস ভাজা লইয়া আসিল

সূরা আয্ যারিয়াত

فَقَرَّبَهٗۤ اِلَيۡهِمۡ قَالَ اَلَا تَاۡكُلُوۡنَ‏﴿۲۷﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২৭ : ও তাহাদের সামনে রাখিল এবং বলিল, ‘তোমরা খাইতেছ না কেন?’

সূরা আয্ যারিয়াত

فَاَوۡجَسَ مِنۡهُمۡ خِيۡفَةً ‌ؕ قَالُوۡا لَا تَخَفۡ‌ ؕ وَبَشَّرُوۡهُ بِغُلٰمٍ عَلِيۡمٍ ‏﴿۲۸﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২৮ : ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল। উহারা বলিল, ‘ভীত হইও না।’ অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল।

সূরা আয্ যারিয়াত

فَاَقۡبَلَتِ امۡرَاَتُهٗ فِىۡ صَرَّةٍ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوۡزٌ عَقِيۡمٌ ‏﴿۲۹﴾

সূরা আয্ যারিয়াত

৫১-২৯ : তখন তাহার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপড়াইয়া বলিল, ‘এই বৃদ্ধ - বন্ধ্যার সন্তান হইবে!’

সূরা আয্ যারিয়াত

قَالُوۡا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِ‌ؕ اِنَّهٗ هُوَ الۡحَكِيۡمُ الۡعَلِيۡمُ ‏﴿۳۰﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩০ : তাহারা বলিল, ‘তোমার প্রতিপালক এইরূপই বলিয়াছেন ; তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’

সূরা আয্ যারিয়াত

قَالَ فَمَا خَطۡبُكُمۡ اَيُّهَا الۡمُرۡسَلُوۡنَ ‏﴿۳۱﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩১ : ইব্‌রাহীম বলিল, ‘হে ফিরিশ্‌তাগণ! তোমাদের বিশেষ কাজ কী?’

সূরা আয্ যারিয়াত

قَالُـوۡۤا اِنَّاۤ اُرۡسِلۡنَاۤ اِلٰى قَوۡمٍ مُّجۡرِمِيۡنَۙ‏﴿۳۲﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩২ : উহারা বলিল, ‘আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছে।

সূরা আয্ যারিয়াত

لِنُرۡسِلَ عَلَيۡهِمۡ حِجَارَةً مِّنۡ طِيۡنٍۙ‏﴿۳۳﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩৩ : ‘উহাদের উপর নিক্ষেপ করিবার জন্য মাটির শক্ত ঢেলা,

সূরা আয্ যারিয়াত

مُّسَوَّمَةً عِنۡدَ رَبِّكَ لِلۡمُسۡرِفِيۡنَ ‏﴿۳۴﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩৪ : ‘যাহা সীমালংঘনকারীদের জন্য চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হইতে।’

সূরা আয্ যারিয়াত

فَاَخۡرَجۡنَا مَنۡ كَانَ فِيۡهَا مِنَ الۡمُؤۡمِنِيۡنَ‌ۚ‏﴿۳۵﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩৫ : সেখানে যেসব মু’মিন ছিল আমি তাহাদেরকে উদ্ধার করিয়াছিলাম,

সূরা আয্ যারিয়াত

فَمَا وَجَدۡنَا فِيۡهَا غَيۡرَ بَيۡتٍ مِّنَ الۡمُسۡلِمِيۡنَ‌ۚ‏﴿۳۶﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩৬ : আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোন আত্মসর্মপণকারী পাই নাই।

সূরা আয্ যারিয়াত

وَتَرَكۡنَا فِيۡهَاۤ اٰيَةً لِّـلَّذِيۡنَ يَخَافُوۡنَ الۡعَذَابَ الۡاَلِيۡمَؕ‏﴿۳۷﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩৭ : যাহারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাহাদের জন্য উহাতে একটি নিদর্শন রাখিয়াছি।

সূরা আয্ যারিয়াত

وَفِىۡ مُوۡسٰۤی اِذۡ اَرۡسَلۡنٰهُ اِلٰى فِرۡعَوۡنَ بِسُلۡطٰنٍ مُّبِيۡنٍ ‏﴿۳۸﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩৮ : এবং নিদর্শন রাখিয়াছি মূসার বৃত্তান্তে, যখন আমি তাহাকে স্পষ্ট প্রমাণসহ ফির‘আওনের নিকট প্রেরণ করিয়া - ছিলাম,

সূরা আয্ যারিয়াত

فَتَوَلّٰى بِرُكۡنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوۡ مَجۡنُوۡنٌ ‏﴿۳۹﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৩৯ : তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফিরাইয়া লইল এবং বলিল, ‘এই ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ।

সূরা আয্ যারিয়াত

فَاَخَذۡنٰهُ وَجُنُوۡدَهٗ فَنَبَذۡنٰهُمۡ فِى الۡيَمِّ وَهُوَ مُلِيۡمٌؕ ‏﴿۴۰﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪০ : সুতরাং আমি তাহাকে ও তাহার দলবলকে শাস্তি দিলাম এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম, সে তো ছিল তিরস্কারযোগ্য।

সূরা আয্ যারিয়াত

وَفِىۡ عَادٍ اِذۡ اَرۡسَلۡنَا عَلَيۡهِمُ الرِّيۡحَ الۡعَقِيۡمَ‌ۚ‏﴿۴۱﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪১ : এবং নিদর্শন রহিয়াছে ‘আদের ঘটনায়, যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু ;

সূরা আয্ যারিয়াত

مَا تَذَرُ مِنۡ شَىۡءٍ اَتَتۡ عَلَيۡهِ اِلَّا جَعَلَتۡهُ كَالرَّمِيۡمِؕ‏﴿۴۲﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪২ : ইহা যাহা কিছুর উপর দিয়া বহিয়া গিয়াছিল তাহাকেই চূর্ণ - বিচূর্ণ করিয়া দিয়াছিল,

সূরা আয্ যারিয়াত

وَفِىۡ ثَمُوۡدَ اِذۡ قِيۡلَ لَهُمۡ تَمَتَّعُوۡا حَتّٰى حِيۡنٍ ‏﴿۴۳﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪৩ : আরও নিদর্শন রহিয়াছে সামূদের বৃত্তান্তে, যখন তাহাদেরকে বলা হইয়াছিল, ‘ভোগ করিয়া নাও স্বল্পকাল।’

সূরা আয্ যারিয়াত

فَعَتَوۡا عَنۡ اَمۡرِ رَبِّهِمۡ فَاَخَذَتۡهُمُ الصّٰعِقَةُ وَ هُمۡ يَنۡظُرُوۡنَ ‏﴿۴۴﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪৪ : কিন্তু উহারা উহাদের প্রতিপালকের আদেশ অমান্য করিল ; ফলে উহাদের প্রতি বজ্রাঘাত হইল এবং উহারা উহা দেখিতেছিল।

সূরা আয্ যারিয়াত

فَمَا اسۡتَطَاعُوۡا مِنۡ قِيَامٍ وَّمَا كَانُوۡا مُنۡتَصِرِيۡنَۙ‏﴿۴۵﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪৫ : উহারা উঠিয়া দাঁড়াইতে পারিল না এবং উহা প্রতিরোধ করিতেও পারিল না।

সূরা আয্ যারিয়াত

وَقَوۡمَ نُوۡحٍ مِّنۡ قَبۡلُ‌ؕ اِنَّهُمۡ كَانُوۡا قَوۡمًا فٰسِقِيۡنَ‏﴿۴۶﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪৬ : আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে সূরা নূহের সম্প্রদায়কে, ইহারা তো ছিল সত্যত্যাগী সম্প্রদায়।

সূরা আয্ যারিয়াত

وَ السَّمَآءَ بَنَيۡنٰهَا بِاَيۡٮدٍ وَّاِنَّا لَمُوۡسِعُوۡنَ ‏﴿۴۷﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪৭ : আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা - সম্প্রসারণকারী।

সূরা আয্ যারিয়াত

وَالۡاَرۡضَ فَرَشۡنٰهَا فَنِعۡمَ الۡمٰهِدُوۡنَ ‏﴿۴۸﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪৮ : আর ভূমি, আমি উহাকে বিছাইয়া দিয়াছি, আমি কত সুন্দর প্রসারণকারী!

সূরা আয্ যারিয়াত

وَمِنۡ كُلِّ شَىۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُوۡنَ ‏﴿۴۹﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৪৯ : আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর।

সূরা আয্ যারিয়াত

فَفِرُّوۡۤا اِلَى اللّٰهِ‌ؕ اِنِّىۡ لَـكُمۡ مِّنۡهُ نَذِيۡرٌ مُّبِيۡنٌ‌ۚ‏﴿۵۰﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫০ : অতএব তোমরা আল্লাহ্‌র দিকে ধাবিত হও, আমি তো তোমাদের প্রতি আল্লাহ্‌ - প্রেরিত স্পষ্ট সতর্ককারী।

সূরা আয্ যারিয়াত

وَلَا تَجۡعَلُوۡا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ؕ اِنِّىۡ لَـكُمۡ مِّنۡهُ نَذِيۡرٌ مُّبِيۡنٌ‌ۚ‏﴿۵۱﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫১ : তোমরা আল্লাহ্‌র সঙ্গে কোন ইলাহ্ স্থির করিও না; আমি তোমাদের প্রতি আল্লাহ্‌ - প্রেরিত স্পষ্ট সতর্ককারী।

সূরা আয্ যারিয়াত

كَذٰلِكَ مَاۤ اَتَى الَّذِيۡنَ مِنۡ قَبۡلِهِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا قَالُوۡا سَاحِرٌ اَوۡ مَجۡنُوۡنٌ‌ۚ‏﴿۵۲﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫২ : এইভাবে উহাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে উহারা তাহাকে বলিয়াছে, ‘তুমি তো এক জাদুকর, না হয় এক উন্মাদ!’

সূরা আয্ যারিয়াত

اَتَوَاصَوۡا بِهٖ‌ۚ بَلۡ هُمۡ قَوۡمٌ طَاغُوۡنَ‌ۚ‏﴿۵۳﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫৩ : উহারা কি একে অপরকে এই যন্ত্রণাই দিয়া আসিয়াছে? বস্তুত উহারা সীমা - লংঘনকারী সম্প্রদায়।

সূরা আয্ যারিয়াত

فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَاۤ اَنۡتَ بِمَلُوۡمٍ‏﴿۵۴﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫৪ : অতএব তুমি উহাদেরকে উপেক্ষা কর, ইহাতে তুমি অভিযুক্ত হইবে না।

সূরা আয্ যারিয়াত

وَّذَكِّرۡ فَاِنَّ الذِّكۡرٰى تَنۡفَعُ الۡمُؤۡمِنِيۡنَ ‏﴿۵۵﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫৫ : তুমি উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মু’মিনদেরই উপকারে আসে।

সূরা আয্ যারিয়াত

وَمَا خَلَقۡتُ الۡجِنَّ وَالۡاِنۡسَ اِلَّا لِيَعۡبُدُوۡنِ ‏﴿۵۶﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫৬ : আমি সৃষ্টি করিয়াছি আল জিন এবং মানুষকে এইজন্য যে, তাহারা আমারই ‘ইবাদত করিবে।

সূরা আয্ যারিয়াত

مَاۤ اُرِيۡدُ مِنۡهُمۡ مِّنۡ رِّزۡقٍ وَّمَاۤ اُرِيۡدُ اَنۡ يُّطۡعِمُوۡنِ ‏﴿۵۷﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫৭ : আমি উহাদের নিকট হইতে জীবিকা চাহি না এবং ইহাও চাহি না যে, উহারা আমার আহার্য যোগাইবে।

সূরা আয্ যারিয়াত

اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الۡقُوَّةِ الۡمَتِيۡنُ ‏﴿۵۸﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫৮ : আল্লাহ্‌ই তো রিযিক দান করেন এবং তিনি প্রবল, পরাক্রান্ত।

সূরা আয্ যারিয়াত

فَاِنَّ لِلَّذِيۡنَ ظَلَمُوۡا ذَنُوۡبًا مِّثۡلَ ذَنُوۡبِ اَصۡحٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُوۡنِ ‏﴿۵۹﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৫৯ : জালিমদের প্রাপ্য তাহাই যাহা অতীতে উহাদের সমমতাবলম্বীরা ভোগ করিয়াছে। সুতরাং উহারা ইহার জন্য আমার নিকট যেন ত্বরা না করে।

সূরা আয্ যারিয়াত

فَوَيۡلٌ لِّـلَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡ يَّوۡمِهِمُ الَّذِىۡ يُوۡعَدُوۡنَ ‏﴿۶۰﴾

সূরা আয্ যারিয়াত

৫১-৬০ : কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের, যেই দিনের বিষয়ে উহাদেরকে সতর্ক করা হইয়াছে।